Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাংস্কৃতিক সংগঠন

বাকই ইউনিয়নে একটি  সাংস্কৃতিক সংগঠন আছে । যাহার নাম-ডাকাতিয়া থিয়েটার, এটি আজ অনেক বছর বিবিন্ন অনুষ্ঠানে

সাংস্কৃতিক পোগ্রাম করে আসছে। যোগাযোগ 01715290055

 

 

নজরুল ইন্সটিটিউট কেন্দ্র

নজরুল ইন্সটিটিউট কেন্দ্র

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০ এপ্রিল ২০১৩ খ্রিস্টাব্দে নজরুল ইন্সটিটিউট কেন্দ্র, কুমিল্লা উদ্বোধন করেন ।

এক নজরে নজরুল ইন্সটিটিউট কেন্দ্র, কুমিল্লা
•    উদ্বোধন করা হয়ঃ ২০ এপ্রিল ২০১৩
•    উদ্বোধন করেনঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
•    পি ডাব্ল্যু ডি, কুমিল্লা নজরুল ইন্সটিটিউট কেন্দ্র হস্তান্তর করেঃ ২২ নভেম্বর ২০১৩

কার্যক্রম:
•    লাইব্রেরিঃ প্রতি কার্যদিবস সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকে। প্রতিদিন অসংখ্য পাঠক-পাঠিকা লাইব্রেরিতে স্টাডি করতে আসেন।
•    জাদুঘরঃ প্রতি কার্যদিবস সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য নজরুল অনুরাগী নজরুল জাদুঘর দেখতে আসেন।
•    বিক্রয় কেন্দ্রঃ প্রতি কার্যদিবস সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকে। ইতোমধ্যে প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার প্রকাশনা বিক্রয় করা হয়েছে।
•    মিলনায়তনঃ নীতিমালা অনুযায়ী সৃজনশীল যে-কোন অনুষ্ঠানের জন্য মিলনায়তন ভাড়া দেওয়া হয়। মিলনায়তনের আসন সংখ্যা ১৫০টি এবং নিজস্ব লাইট-সাউন্ড সিস্টেমসহ শীতাতপ নিয়ন্ত্রিত। ইতোমধ্যে নজরুল ইন্সটিটিউট মিলনায়তনে মোট ৩০টি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
•    প্রশিক্ষণঃ লোকবল সংকট পূরণ হলে নজরুল ইন্সটিউট, ঢাকার আদলে সঙ্গীত ও আবৃত্তি প্রশিক্ষণ কোর্স এবং গবেষণা কার্যক্রম চালু করা হবে।

বর্তমান লোকবলঃমোট ০৫ জন

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাঃ০১ জন
মূল কর্মস্থলঃ অনুষ্ঠান সংগঠক, নজরুল ইন্সটিটিউট, ঢাকা
কুমিল্লায় যোগদানঃ ১৩ জুন ২০১৩
বিক্রয় সহকারীঃ০১ জন
মূল কর্মস্থলঃ বিক্রয় সহকারী, নজরুল স্মৃতিকেন্দ্র, ত্রিশাল, ময়মনসিংহ
কুমিল্লায় যোগদানঃ ০৫ ডিসেম্বর ২০১৩
অফিস সহকারীঃ০১ জন
মূল কর্মস্থলঃ অফিস সহকারী, নজরুল স্মৃতিকেন্দ্র, ত্রিশাল, ময়মনসিংহ
কুমিল্লায় যোগদানঃ ০৫ ডিসেম্বর ২০১৩
 

দৈনিক মজুরির ভিত্তিতে নিয়োজিত কর্মচারীঃ ০২ জন
০১ জন দিবাকালীন নিরাপত্তা দায়িত্ব পালন করে
০১ জন নৈশকালীন নিরাপত্তা দায়িত্ব পালন করে