মর্নিং সান কিন্ডার গার্টেন। উক্ত প্রতিষ্ঠানটিতে কোঁয়ার, কোটইশা, খৈয়াখালী, পাড়া কান্দি, কাগঘর সহ প্রায় তিন শতাধিক ছাত্র ছাত্রী অধ্যায়ন করে আসছে।
যোগাযোগঃ- লাকসাম উপজেলা হইতে চাঁদপুর রেইলগেট থেকে সিিএন,জি যোগে রামচন্দ্রপুর নেমে অটো যোগে মর্নিং সান কিন্ডার গার্টেনএ আসতে হয়। শিক্ষক শিক্ষিকা গণ আদর ও স্নেহ দিয়ে কোমল মতি শিশুদের সু-শিক্ষা দিয়ে থাকেন। বিদ্যালয়টি যাত্রা শুরু করে ২০০৮ সাল থেকে অদ্য বদি সমাপনি পরীক্ষায় শত ভাগ পাশ করে আসছে ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS